এবার স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করে যা বললেন মাহিন সরকার!

দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা ও জড়িতদের এখনো গ্রেপ্তার না করায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেছেন সমন্বয়ক মাহিন সরকার। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ভূমিকা না রাখতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথাও বলেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে মাহিন সরকার এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকায় আজকের মার্চ ফর ইউনিটিতে আসার সময় সিরাজগঞ্জ, বাগেরহাট, গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়েছে।

কিন্তু দুর্ভাগ্যজনক হলো এখনো হামলাকারীরা গ্রেপ্তার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করে?
মাহিন সরকার বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে টালবাহানা কেন? শাপলা চত্বরের বিচার কেন আজও হচ্ছে না? সব কিছুতেই আমরা সরকারের তরফ থেকে টালবাহানা দেখতে পাচ্ছি। হাসিনার পতনের ৫ মাসেও কেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আসছে না? এই ব্যর্থতার দায় কার? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ইউনূস সরকার যেন সাবধান হয়ে যান।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরো বলেন, ‘আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে, এগুলো কারা করছে? সাধারণ মানুষ তাদের চেনে ঠিকই, কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কেন শনাক্ত করতে পারছে না? কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না? এগুলো কি সাধারণ ছাত্র-জনতা করছে?’

Check Also

গণপিটুনিতে সেলিম খান নিহত, আটক দীপু মনি

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সাবেক মন্ত্রী দীপু মনির বাড়ি পুড়িয়ে দেন বিক্ষুব্ধ …

Leave a Reply