যশোরে আগামী শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ২০২৫ সালের ১ম বৃহৎ মাহফিল। এ উপলক্ষে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে মঞ্চ, প্যান্ডেল এবং অন্যান্য সাজ-সজ্জার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাহফিলটি প্রায় ২০ লক্ষ লোকের সমাগম ধারণ করতে সক্ষম হবে।
মাহফিলের অন্যতম আকর্ষণ হলো পুকুরের উপর নির্মিত মঞ্চ। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে পুকুরের উপর বসার জায়গা তৈরি করা হয়েছে, যা বিভিন্ন আকর্ষণীয় বেলুন দিয়ে সাজানো হয়েছে। দর্শকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা নিশ্চিত করতে ড্রামের উপর কাঠের মঞ্চ তৈরি করা হয়েছে।
দর্শকদের সুবিধার্থে বিভিন্ন স্থানে বড় মনিটর এবং প্রজেক্টর স্থাপন করা হয়েছে, যাতে দূর থেকে আসা লোকজনও ওয়াজ শুনতে ও দেখতে পারেন। পুরো এলাকা জুড়ে সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে। আরবের খেজুর গাছের আদলে তৈরি করা হয়েছে মাইকের বিশেষ ব্যবস্থা, যা মাহফিলের অনন্যতা বাড়িয়ে তুলেছে।
মাহফিলটি শুধু যশোর নয়, আশপাশের জেলাগুলো থেকেও মানুষের ব্যাপক আগ্রহ তৈরি করেছে। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলটি আয়োজনের জন্য বিপুল পরিমাণ স্বেচ্ছাসেবক কাজ করছে। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতাও নেওয়া হয়েছে।
এই সিজনে কক্সবাজারের পর এই মাহফিলটি তার দ্বিতীয় বড় আয়োজন। মিজানুর রহমান আজহারীর বয়ান শুনতে আগ্রহী লাখো মানুষ ইতিমধ্যেই জায়গাটি ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। আয়োজক কমিটি আশা করছে, এই মাহফিল ইসলামিক জ্ঞান ও আধ্যাত্মিকতার একটি বড় উদাহরণ হয়ে থাকবে।