Breaking News

পুতুলের সময় শেষ, ট্রেনিং দিচ্ছে ভারত: পিনাকী ভট্টাচার্য

বিশিষ্ট অনলাইন একটিভিস্ট,লেখক, ব্লগার পিনাকী ভট্টাচার্য,সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বক্তব্যে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে মন্তব্য করেছেন। পিনাকীর সেই বক্তব্য মূহর্তেই নেট দুনিয়া ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া বক্তব্যে দেখা যায়,ভারত পুতুলকে ট্রেনিং দিচ্ছে উল্লেখ করে পিনাকী বলেন,পুতুল সম্ভবত বুঝতে পেরেছে তার সময় শেষ হয়ে এসেছে,যার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

পুতুলের ব্যায়াম করার একটি ছবি ভিডিওর ইনসাইটে উল্লেখ করে বুঝিয়ে দেন প্রিপারেশনের কথা। ব্যায়ামে ফাঁকিবাজি করছে পুতুল উল্লেখ করে পিনাকী বলেন,আর এভাবেই ফাঁকিবাজি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হয়েছেন পুতুল।

আর সাথে পোস্টিং নিয়েছেন দিল্লিতে। চাকরি পেয়েছেন পুতুল এটা ব্যাপার না,কিন্তু পুতুলকে ট্রেনিং দিচ্ছে ভারত,যেন হাসিনার পরবর্তী প্রজন্ম পুতুকে বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে পারে ভারত।

শেখ পরিবারের কথা উল্লেখ করে পিনাকী আরো বলেন,এই শেখ পরিবার হচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থার এর এক নাম্বার এ্যাসেট।হাসিনাকে নিয়ে এভাবে ট্রেনিং দিয়েছে,জয়কে নিয়ে এভাবে ট্রেনিং দিয়েছে,পুতুলকেও এখন এভাবে নিয়ে ট্রেনিং দেওয়াচ্ছে।

Check Also

বিয়ে করেই ফুলশয্যার আগেই টাকা নিয়ে নববধূ’র পলায়ন

বিয়ের পর দেনমোহরের টাকা নিয়েই নববধূ পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। বিয়ের পর একটি তিন …

Leave a Reply