Breaking News

শোক সংবাদ সাবেক প্রধানমন্ত্রী আর নেই

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ওডিঙ্গার অফিসের এক সূত্র বুধবার (১৫ অক্টোবর) রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ভারতের সংবাদমাধ্যম মথুরুভুমি আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল, ওডিঙ্গা ভারতের দক্ষিণাঞ্চলের শহর কোচিতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বুধবার হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরোধীদলীয় নেতা হিসেবে ওডিঙ্গা তার পাঁচটি প্রেসিডেন্ট নির্বাচনের সবগুলোতেই হেরেছিলেন। যার মধ্যে এক দশকের ব্যবধানে দুইটি নির্বাচনে দেশব্যাপী ব্যাপক রাজনৈতিক সহিংসতা হয়।

ওডিঙ্গা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য কাজ করেছেন। তার অবদান কেনিয়ার গুরুত্বপূর্ণ দুটি সংস্কারের সঙ্গে যুক্ত। যার একটি ১৯৯১ সালে বহুপক্ষীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অন্যটি ২০১০ সালে নতুন সংবিধান প্রণয়ন।

২০০৭ সালের বিতর্কিত নির্বাচনের পর তিনি যে বিক্ষোভের নেতৃত্ব দেন, তা স্বাধীনতার পর থেকে দেশজুড়ে সবচেয়ে বড় রাজনৈতিক সহিংসতায় পরিণত হয়।

এই সংঘর্ষে প্রায় ১ হাজার ৩০০ জন নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন।

About admin

Check Also

৩০০ আসনের প্রার্থী তালিকা চূড়ান্তের পথে বিএনপি, জানুন কোন আসনে কারা!

আওয়ামী লীগের দীর্ঘ আমলে কোণঠাসা অবস্থায় থাকা বিএনপি এখন নির্বাচনের আগে কার্যত ড্রাইভিং সিটে বসেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *