Breaking News

হঠাৎ ঢাকায় ঢুকছে ২ হাজার গাড়িবহর! জানা গেল কারণ?

ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে দীর্ঘ তের বছর পর দেশে ফিরছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তার দেশে আগমনের দিনে কুমিল্লার মুরাদনগর থেকে প্রায় ২ হাজার গাড়ির একটি বিশাল বহর ঢাকায় প্রবেশ করবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় সৌদিআরব থেকে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে এই নেতার। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।
বিমানবন্দরে এই নেতার অভ্যর্থনার জন্য মুরাদনগর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রামের গ্রামে খাবারের আয়োজন করা হচ্ছে। পাশাপাশি অনুষ্ঠিত হবে দোয়া ও মিলাদ মাহফিল। বিভিন্ন অঙ্গ-সংগঠন, শ্রমিক ইউনিয়ন এবং স্থানীয় প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে উপস্থিত হয়ে মিষ্টি, ফুলের মালা ও বিভিন্ন শুভেচ্ছায় বরণ করে নেবেন মুরাদনগরের মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে।

এদিকে, এতসব যানবাহন একত্রিত হওয়ার ফলে সড়কে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে, মুরাদনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক পুলিশের সহায়তার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবীরা কাজ করবেন। এছাড়া, কায়কোবাদ সাহেবের দেশে ফেরার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক যুগের সূচনা হতে পারে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করবে।

সূত্র: জনকণ্ঠ ।

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply