Breaking News

ইতালি যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর

ইতালি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে ইতালির সরকার। দেশটিতে শ্রমিক চাহিদা পূরণের জন্য ইতোমধ্যে নিয়োগের কোটা প্রকাশ করেছে ইতালি।

ইতালির মন্ত্রিসভা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের জন্য ১ লাখ ৬৫ হাজার জন শ্রমিক নেবে ইতালি সরকার। ঘোষণা অনুযায়ী ২০২৪ সালে এই কোটা ছিল ১ লাখ ৫১ হাজার।

বিবৃতিতে আরও জানানো হয়, পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডমিস্টিক) এবং সামাজিক-স্বাস্থ্যসেবা কর্মীর (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এ ছাড়া যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে শ্রমিক যোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, মৌসুমি কাজের জন্য, কৃষি এবং পর্যটন খাতের কোটাগুলো মূলত ভারত-বাংলাদেশসহ ৩৩টি দেশের শ্রমিকদের জন্য সংরক্ষিত আছে। এসব দেশগুলো নিয়মিত অভিবাসন এবং অনিয়মিত অভিবাসনের সুবিধার্থে ইতালির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ জুলাই ২০২৩-২০২৫ সালের জন্য মোট ৪ লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা অনুমোদন করে ইতালি সরকার।

Check Also

১৫৮ জন সমন্বয়কের ঠিকানা সংগ্রহ শুরু হয়েছে, ‘একটিও পালাতে দেওয়া হবে না’

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর নামের এক ফেসবুক পেইজে সমন্বয়ক ও সহসমন্বয়কের …

Leave a Reply